আইনজীবী আলিফ হত্যা মামলায় চার্জগঠনের শুনানি ১৯ জানুয়ারি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৭:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আগামী ১৯ জানুয়ারি চার্জগঠনের শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এ তারিখ নির্ধারণ করেন। এসময় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামিদের মধ্যে ২২ জন উপস্থিত ছিলেন। তবে মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাশ ছিলেন না। নিরাপত্তাজনিত কারণে তাকে কারাগার থেকে ভার্চুয়ালি হাজির করা হয়।

শুনানির সময় কয়েকজন আসামি আদালতের অনুমতি নিয়ে বক্তব্য রাখার কথা জানিয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, কয়েকজন আসামি নিজেদের পক্ষে আইনজীবী ও নিরাপত্তা চেয়ে আদালতের কাছে আবেদন করেন। আদালত তাদের পক্ষে আইনজীবী নিয়োগ ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের বিষয়ে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আশ্বস্ত করেন। প্রয়োজনে রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ার কথাও আদালত উল্লেখ করেন। ট্রাইব্যুনালের পিপি এস ইউ নুরুল ইসলাম দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত আজকে (গতকাল) নথি পর্যালোচনা করেছেন। এছাড়া চার্জগঠনের জন্য ১৯ জানুয়ারী দিন ধার্য্য করেন। গত বছরের ২৬ নভেম্বর নগরীর কোর্টহিলের অদূরে মেথরপট্টি এলাকায় খুন হয়েছিলেন আলিফ। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন ৩১ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে গত ১ জুলাই তদন্তকারী কর্মকর্তা ও নগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) মো. মাহফুজুর রহমান ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে চার্জশিটে অপর একজনকে অন্তর্ভুক্ত করলে চার্জশিটভুক্ত আসামির সংখ্যা দাঁড়ায় ৩৯ জন। এদের মধ্যে ১৬ জন এখনো পলাতক। আদালত সূত্র জানায়, আলিফ হত্যা মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলে গত বছরের ২৩ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে এবং সেখান থেকে গত ১০ জানুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধউপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগসহ চবি ছাত্রদলের চার দাবি
পরবর্তী নিবন্ধএলপিজি আমদানির ইচ্ছা বিপিসির প্রয়োজনে অনুমোদন, বলছেন উপদেষ্টা