এসএ ওয়েল রিফাইনারি লিমিটেডের আইনজীবী না হয়েও পরিচয় দেয়ায় চট্টগ্রামের এক আইনজীবীর বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারা অনুযায়ী মানহানির মামলা করেছে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে জুবায়ের মো. আওরঙ্গজেব নামের ওই আইনজীবীর বিরুদ্ধে ম্যানেজিং ডিরেক্টর শাহাবুদ্দিন আলমের পক্ষে জেনারেল ম্যানেজার মো. ফরিদ এ মামলা করেন।
বাদীর আইনজীবী সুলতান মো. অহিদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার মক্কেলের প্রতিষ্ঠান এস এ ওয়েল রিফাইনারীর আইনজীবী না হয়েও আইনজীবী পরিচয় দিয়েছেন। তাই আমরা মানহানির মামলাটি করেছি। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করেছেন। ওই আইনজীবীর বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। আগামী ১৫ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।