বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসোরেন্স সেলের উদ্যোগে এ্যাক্রডিটেইশান গ্রহণের জন্য করণীয় বিষয় সমূহ শীর্ষক এক পর্যালোচনা সভা আইকিউএসির পরিচালক খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক রানা করন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতার, আইকিউএসির অতিরিক্ত পরিচালক আইন বিভাগের শিক্ষক মো. আবদুল হান্নান, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান চৌধুরী।
পর্যালোচনা সভায় উপস্থিত সদস্যবৃন্দ বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের জন্য এ্যাক্রডিটেইশান কাউন্সিলের এ্যাক্রিডিটেইশন গ্রহণ করা অনেকটা অত্যাবশ্যকীয়।
সেই নিরিখে এ্যাক্রডিটেইশান কাউন্সিলের নির্দেশনা মোতাবেক যাবতীয় কার্যক্রম সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের এ্যাক্রডিটেইশান কাজ সম্পন্ন করতে পারবো। প্রেস বিজ্ঞপ্তি।









