আইকনিক বাণিজ্যিক স্থাপনা খান প্লাজা হস্তান্তর করল র‌্যাংকন

| সোমবার , ১০ জুন, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

র‌্যাংকন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, র‌্যাংকন এফসি প্রপার্টিস নগরীর আগ্রাবাদস্থ শেখমুজিব রোডে ২৩৫ ফিট উচ্চতার আইকনিক কমার্শিয়াল প্রজেক্ট খান প্লাজা হস্তান্তর করেছে। প্রতিষ্ঠানের এমডি ফাহিম ফারুক চৌধুরী এবং সিইও তানভীর শাহরিয়ার রিমন ভূমি মালিক নিয়াজ মোহাম্মাদ খান, মোহাম্মাদ সালাউদ্দিন খান, মোহাম্মাদ আজম খান, মোহাম্মাদ সাজ্জাদ ফযলে রাব্বি খান, আবেদা বেগম, সাখেরা খান, হুমাইরা খান সহ অন্যান্য মালিকদের সাথে নিয়ে কেক কেটে হস্তান্তর অনুষ্ঠান উদযাপন করেন।

এখানে উল্লেখ্য খান প্লাজা একটি তিনটি ভূগর্ভস্থ পার্কিং স্তর নিয়ে নির্মিত একটি ১ লাখ বর্গফুটের বাণিজ্যিক স্থাপনা। যেখানে রয়েছে ৪ টি হাইস্পিড পোর্ট টেকনোলজি লিফ্‌ট, ২টি ইউরোপিয়ান জেনারেটর, ফেযারফেইস অবকাঠামোর সাথে সেমি ইউনিটাইজড গ্লাসের সমন্বয়ে দাঁড়িয়েছে এই অত্যাধুনিক স্থাপনা। ব্যাংক, বিমা, কর্পোরেট অফিস, শোরুমের জন্য ব্যবহার করা হবে স্পেস গুলো। এদিন অনুষ্ঠানে অন্যদের মাঝে জিএম কনস্টাকশন বিশ্বজিৎ চৌধুরী, বিসিনেস ডেভেলপমেন্ট জিএম শফিউল আলম জুয়েল, একাউন্টস অ্যান্ড ফাইনান্স জিএম হানিফ বিল্লাহ ভুঁইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসচেতনতাই পারে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা