আইআইইউসি বিজনেস ক্লাবের আয়োজনে এবং ব্রিটিশ আমেরিকান ল্যাংগুয়েজ একাডেমি (বালা) এবং আমেরিকান কাউন্সিল বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত দুই দিনের দক্ষতা উন্নয়ন কর্মশালা সম্পন্ন হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এই কর্মশালা শিক্ষার্থীদের সিভি লেখার কৌশল, স্টেটমেন্ট অফ পারপাস (এসওপি) লেখা, উপস্থাপনা দক্ষতা, ইন্টারভিউ প্রস্তুতি এবং আইইএলটিএস প্রশিক্ষণে দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করেছে। ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে এই কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালার প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। কর্মশালায় বক্তব্য রাখেন আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. আকতারুজ্জামান খান, আইআইইউসি বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ মোহাম্মদ আহসানুল মামুন এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান। কর্মশালার বক্তারা শিক্ষার্থীদের জন্য মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
নির্ধারিত আলোচক ছিলেন ব্রিটিশ আমেরিকান ল্যাংগুয়েজ একাডেমি সিইও মসরুর উদ্দিন আনোয়ার, চেয়ারম্যান, ইংরেজি বিভাগ, প্রিমিয়ার ইউনিভার্সিটি খান সাদাত জামান, চেয়ারম্যান, ইংরেজি বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এএসএম ইফতেখারুল আজম, ফ্যাকাল্টি মেম্বার, ব্রিটিশ আমেরিকান ল্যাংগুয়েজ একাডেমি ও আমেরিকান কাউন্সিল নাজমা আখতার, আন্তর্জাতিক ফ্যাকাল্টি মেম্বার, ব্রিটিশ আমেরিকান ল্যাংগুয়েজ একাডেমি মিস উসওয়া কাজিমি, একাডেমিক কো–অর্ডিনেটর, ব্রিটিশ আমেরিকান ল্যাংগুয়েজ একাডেমি মিস মরিয়ম মুসলিম। প্রেস বিজ্ঞপ্তি।