আইআইইউসি ডিবেটার্স কমিউনিটির সিগনেচার টুর্নামেন্ট রেভ্যুলেশনের পঞ্চম আসর সম্প্রতি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি তাজওয়ার রশীদ অয়ন, বিতার্কিক তানভির আহমেদ সিদ্দিকী, এনেস্টিউডিসের সভাপতি মুমতাহিন সিয়াম প্রমুখ। ১২ টি দলের অংশগ্রহণে রেভ্যুলেশন ৫-০তে বিজয়ী দল টিম গিমিক, রানার্স আপ চড়ুইভাতি। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উমার মুসান্না, রিয়াজ উদ্দিন শিহাব, হাসান তিরমিযী। প্রেস বিজ্ঞপ্তি।