আইআইইউসি ক্যাম্পাস পরিদর্শনে আমিরাতের রাষ্ট্রদূত কার্যালয়ের দুই কূটনীতিক সদস্য

| মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত কার্যালয়ের দুই কূটনীতিক সদস্য আইআইইউসি ক্যাম্পাস পরিদর্শন করেন। গত ১৪ জুলাই তাদের সাথে ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। কূটনীতিক সদস্য বৃন্দ হলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সহযোগী সাঈফ মোহাম্মদ আব্দুলরাহমান বিন রাবিইয়া আলতানেইজি ও রাশেদ মোহাম্মেদ নাসের আলমাঈল আলজাবি।

কুটনীতিক বৃন্দ আইআইইউসিতে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের অর্থায়নে নির্মিত সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির শেখ জায়েদ সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সের ক্লাসরুম, ল্যাব সমূহ ও সংস্থাটির অর্থায়নে নির্মিতব্য কমপ্লেক্সের দ্বিতীয় একাডেমিক ভবন পরিদর্শন করেন। ক্যাম্পাস পরিদর্শনকালে কূটনীতিকগণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি ও বিভাগসমূহ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে আইআইইউসি ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। প্রফেসর ড. আবু রেজা নদভী বলেন, এই ধরনের সফর শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, মোহাম্মদ খালেদ মাহমুদ, . ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, . মোহাম্মদ সালেহ জহুর, উপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মাওলা, প্রফেসর ড. মো. মাহি উদ্দিন, রেজিস্ট্রার আ..ম আখতারুজ্জামান কায়সার, মুহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ। উপাচার্য বলেন, আমাদের লক্ষ্য হল আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান এবং এই ধরনের সফর আমাদেরকে লক্ষ্য অর্জনে সহায়তা করবে।সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিকরা আইআইইউসির শিক্ষা গবেষণা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকলকে নিয়ে একযোগে কাজ করতে চাই : এম পি মোতালেব
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ৬