আইআইইউসি ও ইউআইটিএম-এর মধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট স্বাক্ষর

| বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫১ পূর্বাহ্ণ

নগরীর একটি হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানে সম্প্রতি মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা’র অধীনস্থ অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের মধ্যে একটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে গবেষণা সহযোগিতা, যৌথ একাডেমিক প্রোগ্রাম, গবেষণা প্রকল্প ও প্রকাশনা, শিক্ষকশিক্ষার্থী বিনিময় চালুর সম্ভাবনা নিয়ে উভয় প্রতিষ্ঠান একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. আলী আজাদী, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসানুল্লাহ, ফ্যাকালটি অব বিজনেস স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, ফ্যাকালটি অব সোশাল সায়েন্সের ডিন, প্রফেসর ড. সিরাজুল ইসলাম, সিআরপি’র পরিচালক প্রফেসর ড. নাজিম উদ্দিন, ডিবিএ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল হক, আইআইইউসি’র প্রক্টর মোস্তফা মনির চৌধুরী, আইএএসডব্লিউডি’র পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, সহকারী অধ্যাপক ড. নাজিমুল্লাহ প্রমুখ।

মালয়েশিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জুরাইদাহ মোহদ সানুসি, পরিচালক, অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউট এবং ড. মুহাম্মদ নাজমুল হক, অ্যাসোসিয়েট ফেলো। আইআইইউসি’র পক্ষে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান এবং ইউআইটিএম’র পক্ষে এআরআই’র পরিচালক প্রফেসর ড. জুরাইদাহ মোহদ সানুসি স্বাক্ষর করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক এ কে এম জাকারিয়া
পরবর্তী নিবন্ধসাংবাদিক এম এ সাত্তার চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ