আইআইইউসি’র ছাত্র–ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করে আসছে। দাবি উত্থাপন করতে গিয়ে ছাত্র–ছাত্রীদের যে কষ্ট হয়েছে তার প্রতি আইআইইউসি কর্তৃপক্ষ পূর্ণ মাত্রায় সহমর্মিতা প্রকাশ করছে। গতকাল বৃহস্পতিবার আইআইইউসির সম্মেলন কক্ষে কর্তৃপক্ষের সাথে ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের সাথে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, রেজিস্ট্রার, প্রক্টর এবং ডিপার্টমেন্টের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
আইআইইউসি কর্তৃপক্ষ ছাত্র–ছাত্রীদের বিভিন্ন দাবির প্রতি সহমত পোষণ করে উত্থাপিত দাবিসমূহ আন্তরিকতার সাথে বিবেচনা করে বাস্তবায়নের একটি টাইমলাইন উপস্থাপন করেন। উভয়পক্ষের মধ্যে সৌহর্দ্যপূর্ণ আলোচনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের দাবি–দাওয়াসমূহ একটি টাইমলাইন মোতাবেক বাস্তবায়নের ব্যাপারে আশ্বাস প্রদান করেন এবং ছাত্র–ছাত্রী প্রতিনিধিগণও তাদের দাবি–দাওয়া বাস্তবায়নের আশ্বাস পেয়ে আগামীকাল থেকে তাদের আন্দোলন প্রত্যাহার করে স্বাভাবিক একাডেমিক পরিবেশে ফিরে যাওয়ার ব্যাপারে তাদের ইচ্ছা ব্যক্ত করেন। আইআইইউসি কর্তৃপক্ষ সকল ছাত্র–ছাত্রী, অভিভাবকসহ সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করছে। প্রেস বিজ্ঞপ্তি।