আইআইইউসির কুরআনিক সায়েন্স বিভাগের ওরিয়েন্টেশন

| শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৬:৪৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ২৩২৪ শরৎবসন্ত সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই আয়োজনে মাস্টার্স প্রোগ্রামের কোঅর্ডিনেটর ড. নোমান হাসান মাদানীর উপস্থাপনায় অতিথি ছিলেনআইআইইউসির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসানুল্লাহ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কুরআন হাদিস, জ্ঞানবিজ্ঞানের গবেষণার মধ্যে দিয়ে তোমাদের বিশ্বময় বিচরণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিতে হবে এবং সকল প্রকার জুলুম তন্ত্রমন্ত্রকে মূলোৎপাটন করে এ জমিনে খেলাফত প্রতিষ্ঠা করার অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করতে হবে। বিশেষ অতিথি ছিলেনআইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, শরীয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. রশীদ জাহিদ, প্রফেসর ড. মোস্তফা কামিল মাদানি। অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন কানাডার ক্যাপ বৃটন ইউনিভার্সিটির সাবেক প্রফেসর ড. মাসুদুল আলম চৌধুরী। সভাপতিত্ব করেন কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশীদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রমার ৩৫, বর্ণাঢ্য আয়োজন
পরবর্তী নিবন্ধত্রিতরঙ্গের গুণীজন সম্মাননা ও হেমন্ত উৎসব