আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বহদ্দারহাট ক্যাম্পাসে অবস্থিত আল– মাআহাদুল আ–লী লিদ্দাওয়াহ ওয়াললুগাতিল আরবিয়্যাহ’র ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বিদায় অনুষ্ঠান গত ২৯ মে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার শোআইব মক্কী। উপস্থিত ছিলেন সালামত উল্লাহ, মোহাম্মদ ওয়ায়েস, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ বোরহান উদ্দিন, অ্যাডভোকেট ফৈয়াজুল আলম, জরজিস আহমদ চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, আরবী ভাষার এমন সব বিশেষত্ব রয়েছে, যার জন্য আল্লাহ পাক এ ভাষাকে মনোনীত করেছেন কোরআনের ভাষা হিসাবে। আরবী ভাষায় আছে সবচেয়ে সমৃদ্ধ শব্দ ভান্ডার। সব ধরনের ভাব বা অবস্থা বুঝানোর জন্য এর ভিন্ন ভিন্ন শব্দ আছে। তিনি বিদায়ী ছাত্রদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।