আইআইইউসিতে হাসানী নদভীকে নিয়ে সেমিনার

| বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

আইআইইউসিতে ‘মুর্শিদুল উম্মাহ শায়খ সাইয়েদ মুহাম্মদ রাবে হাসানী নদভী (রহঃ) এর জীবন ও কর্ম’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার গতকাল বুধবার কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারের প্রথম অধিবেশন শুরু হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা শায়খ মুহাম্মদ সুলতান যওক নদভী। তিনি বলেন, শায়খ সাইয়েদ মুহাম্মদ রাবে হাসানী নদভী (রহ.) আমার শিক্ষাগুরু। তিনি সমগ্র মুসলমান জাতির কাছে অনুকরণীয়। তাঁর মত জ্ঞানী ইসলামী পণ্ডিত আমরা খুব কমই দেখতে পাই।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। তিনি বলেন, শায়খ সাইয়েদ মুহাম্মদ রাবে হাসানী নদভী (রহ.) এর মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বর্তমান যুগে খুব বেশী প্রয়োজন। আন্তর্জাতিক সেমিনারে আরও বক্তব্য দেন, আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামজা, আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার সহমহাপরিচালক মাওলানা আবু তাহের নদভী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিববুল্লাহিল বাকী নদভী, আইআইইউসি বিওটি সদস্য ও বায়তুশ শরফের রাহাবার মাওলানা মুহাম্মদ আব্দুল হাই নদভী, ঢাবি উর্দু বিভাগের প্রফেসর ড. গোলাম রব্বানী নদভী, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সানাউল্লাহ নদভী, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস মাওলানা শেখ আহমদ, দারুর রাশাদ মাদরাসা ঢাকার মহাপরিচালক মাওলানা মুহাম্মদ সালমান। বক্তব্য দেন, আইআইইউসির হাদিস বিভাগের চেয়ারম্যান ও সিআরপির মহাপরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হক নদভী।

সেমিনারে শায়খ সাইয়েদ মুহাম্মদ রাবে আল হাসানী আল নদভী (রহ.) এর জীবন বৃত্তান্ত নিয়ে প্রেজেন্টেশন পরিবেশন করা হয়। এছাড়া আইআইইউসি ডকুমেন্টারি, আইআইইউসি সংগীত ও নদওয়া সংগীত পরিবেশন করা করা হয়।

সেমিনারের দ্বিতীয় অধিবেশনে বেফাকুল মাদরাসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবাইদুর রহমান খান নদভীর সভাপতিত্বে সাইয়েদ মুহাম্মদ রাবে হাসানী নদভী (রহ.) এর জীবন ও কর্ম বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সানাউল্লাহ নদভী, সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক আতাউর রহমান নদভী, ঢাবি উর্দু বিভাগের প্রফেসর ড. গোলাম রব্বানী নদভী ও ইবরাহীম কাসেমী নদভী।

উপস্থিত ছিলেনউপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, ভাইস চেয়ারম্যান প্রফসর ড. কাজী দীন মোহাম্মদ, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, বনফুল অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুশ শাকুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভর্তি পরীক্ষায় প্রক্সি গ্রেপ্তার বিসিএস কর্মকর্তা
পরবর্তী নিবন্ধমীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সভা