আইআইইউসিতে সেমিনার

| সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

 

আইআইইউসির কেন্দ্রীয় অডিটোরিয়ামে গত ২৪ ডিসেম্বর ‘তাযকিয়া ও এহসান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন শায়খুল হাদীস শাহ্‌ আব্দুল মতীন বিন হুসাইন। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান নাঈমের উপস্থাপনায় মূল আলোচনা শুরুর পূর্বে শায়েখের লেখা দু’টি কবিতা আবৃত্তি করেন হাফেজ আবু হুরায়রা। প্রধান আলোচক তাযকিয়া ও এহসান সম্পর্কে ঈমান ও তাকওয়ার প্রতি গুরুত্বারোপ, বৈধ উপার্জন ও খাদ্য গ্রহণ, রবের সন্তুষ্টি অর্জন ও গুনাহ্‌ মুক্ত জীবন গঠন, অন্তর ও চিন্তাগত শুদ্ধতা অর্জন সম্পর্কে আলোকপাত করেন। আইআইইউসির কোরআনিক সায়েন্স ও ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন ফ্যাকাল্টির ডিনবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজানুয়ারির ২১ তারিখের পর মাঠে নামব : শামীম ওসমান
পরবর্তী নিবন্ধএ্যালামনাই ’৯৪ -এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনীর প্রস্তুতি সভা