আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৫০, ৫১ ও ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ছাত্রদের নিয়ে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশন ও কিট বিতরণের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও পেশাগত জীবনের প্রস্তুতি নিয়ে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে নৈতিকতা, পেশাদারিত্ব ও সততার সাথে এগিয়ে যেতে হবে। আইআইইউসির শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতায় দেশ–বিদেশে যে সফলতার ইতিহাস তৈরি করছে, আগামীদিনেও তা আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম। অনুষ্ঠানে সিএসই বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমান উল্লাহসহ সিএসই বিভাগের অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সেমিনার সেশনে বক্তব্য রাখেন বিকাশের প্রিন্সিপাল ডেটা সায়েন্টিস্ট ড. মো. রজিব হোসাইন। তিনি প্রযুক্তির সামপ্রতিক ধারা, ডেটা ইন্টেলিজেন্স এবং ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। বিদায় পর্বে বিভাগীয় সাবেক জিএস, এজিএস ও সিনিয়র শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। দুপুরের পর কাওয়ালি, নাটিকা ও স্ট্যান্ডুআপ কমেডিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মিলনায়তন উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়জীবনের দীর্ঘ যাত্রার শেষে এই আয়োজন তাঁদের মনে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। উল্লেখ্য, এর আগে ৫ ডিসেম্বর ফিমেল শিক্ষার্থীদের জন্য একই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।











