আইআইইউসিতে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত

| মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ৭:১০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়। ২০১২ সাল থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কোর উদ্যোগে দিবসটি পালন করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য হলো ‘মানব সভ্যতা ও সংস্কৃতিতে আরবি ভাষার অবদান’।

এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করেছে আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তারা মানব সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ও কল্যাণে আরবি ভাষার গুরুত্ব এবং এর শিক্ষাদান পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

সভা শেষে একটি র‌্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ূন কবির, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী প্রমুখ।

বিভাগের চেয়াারম্যান ড. মুহাম্মাদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালি আরবি বিভাগের সামনে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রকল্পের ব্যয়-মেয়াদ বাড়িয়েও কাজ হয়েছে মাত্র ১৯ শতাংশ
পরবর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরী ছিলেন গণ মানুষের নেতা