আইআইইউসির বিদেশি ভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাবর্ষের জন্য বিদেশি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে এই কোর্সের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। এই সেশনে মোট চারটি ব্যাচের শিক্ষার্থী অংশগ্রহণ করছে। কোর্সগুলোর মধ্যে রয়েছে এরাবিক জুনিয়র, ইংলিশ জুনিয়র এবং ইংলিশ প্রনানসিয়েশন ফর ইফেক্টিভ কমিউনিকেশন। শিক্ষার্থীরা এই কোর্সের মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জন করার পাশাপাশি কার্যকর যোগাযোগ কৌশল শিখতে পারবে। বিদেশি ভাষা ইনস্টিটিউটের প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে আন্তর্জাতিক মানের যোগাযোগের সক্ষমতা প্রদান করা। এছাড়া, এই ধরনের কোর্স শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সংস্কৃতি বোঝাপড়া এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ প্রসারিত করতে সহায়ক হিসেবে কাজ করে। বিদেশি ভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে এ কোর্সে আধুনিক প্রযুক্তি ও শিক্ষণ–পদ্ধতি ব্যবহার করা হবে। এছাড়া এই কোর্সে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল ও ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেবে, যা তাদের ভাষা শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। প্রেস বিজ্ঞপ্তি।