আইআইইউসিতে অ্যাক্রেডিটেশন বিষয়ে কর্মশালা

| রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৫৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন : ডকুমেন্টেশন এন্ড অ্যাভিডেন্স’ শীর্ষক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে।

আইকিউএসিআইআইইউসির সহকারী পরিচালক ডক্টর শাহ মুহাম্মদ ছানাউল করিমের সঞ্চালনায় আইআইইউসির সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি ডিরেক্টর প্রফেসর ডক্টর মো. দেলোয়ার হোসাইন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ডক্টর এস এম কবিরের সভাপতিত্বে কর্মশালার প্রথম পর্ব বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দিন আহমেদের ধন্যবাদ প্রস্তাবের মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথি প্রফেসর আনোয়ারুল আজিম তার বক্তৃতায় শিক্ষার গুণগত মানের গুরুত্ব তুলে ধরেন এবং বর্তমানের দেশে উচ্চ শিক্ষার কার্যকর অগ্রগতির জন্য এই কর্মশালা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার গুণগত মান নিশ্চিত কল্পে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

কর্মশালায় সহকারী পরিচালক ডক্টর রহিম উদ্দিন, ডিনবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, পিএসএ কমিটির সদস্যবৃন্দ এবং রহঃবহঃ ঃড় ধঢ়ঢ়ষু এর কন্টাক্ট পার্সনরা উপস্থিত ছিলেন।

কর্মশালার দ্বিতীয় পর্বে প্রফেসর ডক্টর এস এম কবির অ্যাক্রেডিটেশনের বিভিন্ন দিক ও বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করেন । সিএলও পিএলও, গ্রাজুয়েট এট্রিবিউট, এস এ এর প্রায়োগিক দিক বিষয়ক আলোচনা করেন। শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মশালা প্রাণবন্ত হয়ে ওঠে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানের সাথে রাউজান উপজেলা চেয়ারম্যানের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধকাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির সাধারণ সভা