আঁশটে গন্ধ

বনশ্রী বড়ুয়া রুমী | বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

সময় সে পথে যায়,

যে পথে যাবার

জীবনের তঞ্চকতা পেরিয়ে

বিরামহীন পার হয়ে যায় নদী

সে পথে ক্লান্তির গূঢ় কথা জমা

যে পথে সময় গেছে চলে।

সমস্ত দিনের ব্যস্ততা সেরে মন্থর শ্রাবণ নিয়ে

তুমি এসেছিলে সন্ধ্যের আগে

আঙুলের ফাঁকে লেগে ছিল মাছ ধোয়া হলুদ।

আমার কর্পোরেট শার্টের রঙের নীল

চৈতালী উনুন মাপছে উষ্ণ জ্বর।

পূর্ববর্তী নিবন্ধখরতোয়া প্রেম
পরবর্তী নিবন্ধভালোবাসা পাওয়া খুব সহজ!