অ্যাপলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১৮০ কোটি ডলারের মামলা

| বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৯:২৭ পূর্বাহ্ণ

অ্যাপ স্টোরের কমিশন নিয়ে যুক্তরাজ্যে একশ আশি কোটি ডলারের এক মামলার মুখে পড়েছে অ্যাপল। টেক জায়ান্টির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যাপ ডেভেলপারদের উপর ৩০ শতাংশ কমিশন আরোপ করে নিজেদের একচেটিয়া আধিপত্যের অপব্যবহার করছে অ্যাপল। খবর বিডিনিউজের।

যুক্তরাজ্যের প্রায় দুই কোটি আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীর পক্ষে দায়ের করা মামলায় অভিযোগ, অ্যাপলের বাড়তি চার্জের কারণে ১৫০ কোটি পাউন্ড বা ১৮০ কোটি ডলার পর্যন্ত খরচ হয়েছে ব্রিটিশ ভোক্তাদের। কম্পিটিশন আপিল ট্রাইব্যুনালএর নতুন ক্লাস অ্যাকশন কাঠামোর আওতায় আনা মামলাটি ব্রিটেনে কোনো বড় প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে এ ধরনের মামলা এটিই প্রথম বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।এমন অন্যান্য মামলার জন্য ভিত্তি হয়ে উঠতে পারে মামলাটি, যেখানে গুগল, মেটা ও অ্যামাজনের মতো অন্যান্য প্রযুক্তি জায়ান্টের সঙ্গে বেশ কয়েকটি হাইপ্রোফাইল মামলা অপেক্ষা করছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.৬৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসিডনিতে ভেসে আসছে রহস্যময় বল, ৯ সৈকত বন্ধ