সময় কেটে ধমনী শিরা–উপশিরা বিরহ ব্যথা
প্রতীক্ষা প্রতিদিন
পথের দূরত্ব দীর্ঘশ্বাসের গল্প বহুদূর প্রেম অক্ষমতা;
চোখের দূরত্ব যতদূর যায় খরস্রোতে ছায়া ইন্দ্রজাল
অচেনা আঁধার পথ নিরবধি হৃদয় শরৎ বন্দনা গীত,
মন অ্যান্ড্রয়েড নদী ঢেউ নিঃসঙ্গতা কথার হাহাকার ;
প্রেম রচিত কাশফুল শরতের বেদনায় বিশুদ্ধ সংগীত











