মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অ্যাডভোকেট বদিউল আলমের ১৯তম মৃত্যুবার্ষিকীতে চন্দনাইশ ফতেনগর গ্রামে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও সুপ্রিমকোর্টের আইনজীবীরা। দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাশেম, জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিটু। এ উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনষ্ঠিত হয়। এ সময় মরহুমের ছোট ছেলে কঙ্গো প্রজাতন্ত্রের কনসাল জিয়াউদ্দিন আদিল এবং তার সহধর্মিণী মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা সালমা আদিল অতিথিদের স্বাগত জানান। বক্তারা অ্যাড.বদিউল আলমের জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। এতে উপস্থিত ছিলেন জেলা পিপি সালাউদ্দিন হায়দার সিদ্দিকী, মোহাম্মদ কফিলউদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাজিমউদ্দীন চৌধুরী, শামসুদ্দিন সিদ্দিকী টিপু, তৌহিদুল মুনির টিপু, এম এ নাসের চৌধুরী, মোহাম্মদ মোতাহের হোসেন, মেজবাহুল হাফিজ, শাহাদত হোসেন, মোহাম্মদ ওসমান, গোলাম আজাদ শিশু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।