বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ-এর মহাসচিব নির্বাচিত হয়েছেন কলামিস্ট অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। গত ৮ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে মানবাধিকার শাখা প্রতিনিধি ও কর্মী সম্মেলনে প্রধান অতিথি সংগঠনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। উল্লেখ্য, অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে মানবাধিকার ফিল্ডে কাজ করছেন এবং বহু চাঞ্চল্যকর ঘটনা তদন্ত ও মামলা পরিচলনায় তিনি ও তাঁর টিম ব্যাপক ভূমিকা পালন করে আসছে। তিনি বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নেন। প্রায় ১২ টির মতো মানবাধিকার বিষয়ক গ্রন্থের রচিয়তা তিনি।
নব নিযুক্ত মহাসচিবের সাফল্য কামনা করে বক্তব্য দেন, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন ও অ্যাডভোকেট এ এইচ এম জসিমউদদীন। প্রেস বিজ্ঞপ্তি।











