প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম তাদের ৬টি প্রোগ্রাম যথাক্রমে বিবিএ, বিএসসি ইন সিএসই, বিএ অনার্স ইন ইংলিশ, এলএল.বি (অনার্স), বিএসসি ইন ইইই এবং ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) এর অ্যাক্রেডিটেশনের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে আবেদনপত্র জমা দিয়েছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আবেদনপত্রগুলো গ্রহণ করেন।
এ সময় কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস এম কবীর, কাউন্সিল সচিব প্রফেসর এ কে এম মুনিরুল ইসলাম, অ্যাক্রেডিটেশন বিভাগের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ উপস্থিত ছিলেন। প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামের পক্ষে আবেদন জমা প্রদান করেন কোষাধ্যক্ষ ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. তৌফিক সাইদ। সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খুরশিদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।