জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের অ্যাওয়ে ম্যাচ চট্টগ্রামের। প্রতিপক্ষ কক্সবাজার। খেলাটি হয়েছে বান্দরবানে। কিন্তু এই ম্যাচটিতে একের পর এক গোল মিসের মহড়া দিয়ে নিশ্চিত তিনটি পয়েন্ট অর্জন থেকে নিজেদের বঞ্চিত করল চট্টগ্রামের ফুটবলাররা। বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের অ্যাওয়ে খেলায় চট্টগ্রাম ১–১ গোলে ড্র করেছে কক্সবাজার জেলার সাথে। যদিও ম্যাচের প্রথমার্ধে দু দলই আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলাকে প্রাণবন্ত করে তুলেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দাপটের সাথে খেললেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি চট্টগ্রাম। প্রথমে পিছিয়ে গিয়েও কক্সবাজার জেলা সমানতালে চট্টগ্রামের বিরুদ্ধে খেলতে থাকে। শেষ পর্যন্ত গোল করে সমতা এনে চট্টগ্রামের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেয় কক্সবাজার। খেলার ১০ মিনিটে প্রথম সুযোগ হাতছাড়া হওয়ার পর ১৩ মিনিটে গোল পায় চট্টগ্রাম। লেফটব্যাক বাবুর লম্বা থ্রো বক্স থেকে ক্লিয়ার করলে বক্সের বাইরে পেয়ে যান রোমান। তার বাঁ পায়ের দুর্দান্ত শট জড়ায় জালে। ১–০ গোলে এগিয়ে যায় চট্টগ্রাম। ৫ মিনিট পর ডি বক্সে ফাঁকায় বল পেয়েও বাইরে মেরে দিয়ে ব্যবধান দ্বিগুণ করতে ব্যর্থ হন তানভির । ২৭ মিনিটে বক্সে গোলরক্ষককে একা পেয়েও তার হাতে বল তুলে দিয়ে আরেকটি সুযোগ নষ্ট করেন তানভীর। ফলে ১–০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় চট্টগ্রাম। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে সমতা ফেরাতে পারতো কক্সবাজার । কিন্তু কায়ছারের শট ক্রস বার উচিয়ে বাইরে চলে গেলে সমতা ফেরানো হয়নি। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুন করতে পারতো চট্টগ্রাম। কিন্তু শাহীনের জোরালো শট কক্সবাজার জেলার গোলরক্ষক প্রতিহত করলে গোলবঞ্চিত হয় চট্টগ্রাম। দুই মিনিট ব্যবধানে জাহেদ আরো একটি সুযোগ নষ্ট করেন ডি বক্সে কক্সবাজারের গোল রক্ষককে একা পেয়েও। কিপারকে কাটিয়ে ফাকা জালে বল পাঠাতে ব্যর্থ হন। ২০ মিনিটে আবারো গোলবঞ্চিত হতে হয় চট্টগ্রাম জেলাকে। এবার দিদারের শট ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বলে তানভির যে শট নেন তা জালের ঠিকানা খুজে পায়নি। উল্টো ৩১ মিনিটে হতাশায় ডুবতে হয় চট্টগ্রামকে। হঠাৎ এক আক্রমণ থেকে গোলমুখে সৃষ্ট জটলায় বল পান ইয়াছিন। দ্বিতীয় দফা চেষ্টায় দর্শনীয় শটে বল জালে জড়ান ইয়াছিন। (১–১) এ সমতা ফেরে ম্যাচে। কক্সবাজার দলের এ তরুণ তারকা চট্টগ্রামের ডিফেন্স লাইনকে বেশ ভুগিয়েছেন। নির্ধারিত সময়ের শেষ দিকে এগিয়ে যাওয়ার শেষ সুযোগটি পেয়েছিল চট্টগ্রাম। কিন্তু বক্সের ডানপ্রান্ত থেকে শাহীনের বাড়ানো বলে কেউই পা ছোঁয়াতে না পারায় চট্টগ্রামকে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম হোম ভেন্যু চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে কক্সবাজার জেলার বিরুদ্ধে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে।