অহিংস শিক্ষার্থী ঐক্য নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

চবি প্রতিনিধি | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। অহিংস শিক্ষার্থী ঐক্য মনোনীত পূর্ণাঙ্গ প্যানেলে ভিপি পদে লড়বেন মুহাম্মদ ফরহাদুল ইসলাম, জিএস পদে লড়বেন মুহাম্মদ ইয়াছিন উদ্দীন সাকিব এবং এজিএস পদে নির্বাচনে অংশ নিবেন শহীদুল ইসলাম শাহেদ।

গতকাল রবিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।

অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে খায়রুল আমীন হৃদয়, সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মুহাম্মদ ফয়সাল হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ এহছানুল হক, সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক পদে এস এম আলী হোসাইন জিসান, সহদপ্তর সম্পাদক পদে মুহাম্মদ ইব্রাহীম রুবেল, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে জাকিয়া সুলতানা, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে মুরিদুল হাসান মুরাদ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সৈয়দা সুরাইয়া হোসাইন, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে জান্নাতুন নাঈম খুকি, সহছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মিফতাহুল জান্নাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ তারেক হাসান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ জহির উদ্দীন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জুলহাসনাঈন সায়েম, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইসমাইল ফাহিম, সহযোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ আলমামুন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ ইমাম হোসাইন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে মোহাইমিনুল কবির। নির্বাহী সদস্য পদে দৌলতুল ইসলাম সাকলাইন, তাউছিফুর রহমান, হানিফ ইসলাম, মুহাম্মদ সাইদুল ইসলাম এবং মুহাম্মদ সাব্বির রহমান।

এসময় অহিংস শিক্ষার্থী ঐক্য মনোনীত পূর্ণাঙ্গ প্যানেলে জিএস পদে মনোনীত মুহাম্মদ ইয়াছিন উদ্দীন সাকিব বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিগত দিনগুলোতে অনেক শিক্ষার্থীকে কেবল রাজনৈতিক মত ভিন্নতার কারণে ব্যাপক লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা সেই নির্যাতনের ধারা থেকে বেরিয়ে এসে একটি সহাবস্থানের রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে চাই। চবি হবে এমন এক ক্যাম্পাস রাজনৈতিক মত ভিন্নতার কারণে কাউকে আক্রমণ কিংবা নির্যাতনের শিকার হতে হবে না।

পূর্ববর্তী নিবন্ধহল সংসদে ২২ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই
পরবর্তী নিবন্ধনিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা