নিজেকে বেশি গুরুত্ব দিয়ে অতিরিক্ত আত্মমর্যাদার একটি স্তর হলো ‘অহংকার’। মানব জাতির সবচেয়ে বড় শত্রু হলো ‘অহংকার’। যতই শিক্ষিত, মেধাবী, জ্ঞানী হোক না কেন একমাত্র অহংকারের কাছে হার মেনে যায় কষ্টে অর্জিত শিক্ষা, জ্ঞান ও মেধা। অহংকার সমাজের একটা বড় শত্রু যা আপনার সুন্দর ভবিষ্যতকে শেষ করে দিতে পারে। অহংকারী হয়ে কী লাভ? অতিরিক্ত অহংকারীরা পারে না কারো আপনজন হয়ে থাকতে, পারে না কারো সাথে মিশে একটা ভালো সম্পর্ক তৈরি করতে। একটা সময় দেখা যায় পর মানুষের সাথে সাথে তার খুব কাছের আপনজনরাও দূরে সরে যায়। সুতরাং এরকম কুৎসিত একটা জিনিস অহংকারকে দূর করে সবার সাথে সুন্দর মনমানসিকতা নিয়ে চলুন ভবিষ্যৎ অনেক সুন্দর হবে।











