অহংকার নয়, চাই বিনয়ের সৌন্দর্য

মোহাম্মদ ইসমাইল | মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:৩১ পূর্বাহ্ণ

অহংকার, দম্ভ আর ক্ষমতার পদভারে

মানুষ একটা সময় মানুষের কাছে হয়ে

ওঠে ভারবাহী পাথরে!

অথচ মানুষ কখনোই জানতে চায়না নিজেকে

দিনের ভিতরে রাত আর রাতের ভিতরে

দিন কিভাবে জেগে থাকে?

সময়ের পালাবদলে জাগতিক

পৃথিবীটা তা

তার সবকিছুতে নিজেকে একটু শুধু

বিনয়ী হবার চায়!

বিনয়ের গভীর সৌন্দর্য পৃথিবীর সব

কার্পণ্য কে তাই দূরে ঠেলে

মানুষকে যেন শুধু তার প্রেমের কথা বলে!

পূর্ববর্তী নিবন্ধহকারমুক্ত ফুটপাত চাই
পরবর্তী নিবন্ধনারীর মানুষ হিসেবে স্বীকৃতি