অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য, কর্ণফুলীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

| বুধবার , ২৭ নভেম্বর, ২০২৪ at ৬:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য এবং লাইসেন্সবিহীন উৎপাদন, পণ্যে উৎপাদনের তারিখ ও মূল্য না থাকার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের বিচারক কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, কলেজ বাজার এলাকায় আধুনিক বেকারিতে পণ্যে উৎপাদনের তারিখ, পণ্যমূল্য, প্রয়োজনীয় লাইসেন্স এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অপরাধে ৪০ হাজার এবং লাইসেন্স না থাকায় শাহ আমানত হোটেল এন্ড বিরানী হাউজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আটক ১
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ইঞ্জিনিয়ার যুবকের মরদেহ উদ্ধার