অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ৩ লাখ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৪৮ অপরাহ্ণ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউনিক সুইটস এন্ড বেকারি নামক একটি প্রতিষ্ঠানকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বুৃধবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার চৌধুরীহাট বাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে।

সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার ইউনিক সুইটস এন্ড বেকারিতে অভিযান পরিচালনা করতে গিয়ে অপরিস্কার-অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন, মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক (ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ) ব্যবহার করে খাদ্য পণ্য উৎপাদন, কিডনি রোগ সৃষ্টিকারী হাইড্রোজের ব্যবহার, যথাযথ লেভেলিং না থাকার কারণে ওই প্রতিষ্ঠানকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়ক স্টাফসহ চট্টগ্রাম র্যবা-৭ এর একটি চৌকস দল।

জানতে চাইলে অভিযানে নেতৃত্বদানকারী বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানান, জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে আশুতোষ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে তক্ষক নিয়ে আটক, যুবকের কারাদণ্ড