সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত ২৯ মে চট্টগ্রাম শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে সমাজের কর্মহীন ও অস্বচ্ছল প্রবীণ ব্যক্তিদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক অনুদান দেওয়া হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা লায়ন এ এম কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন লায়ন এস কে নন্দী, জাফর ইকবাল, প্রয়াস পরিচালক হেফাজ উদ্দিন আহমেদ, মহসীন উল কাদের, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, ওমেন্স চেম্বারের পরিচালক ফাতেমা বেগম, মো. আবেদুর রহমান মনি, মো. শহীদুল আলম রমজান, মো. ফজলুল বারী চৌধুরী এবং হাবিবুর রহমান। প্রধান অতিথি বলেন, প্রয়াসের স্লোগান ‘প্রয়াস মানুষের জন্য, প্রয়াস মানুষের কথা বলে।’ প্রয়াস তাদের স্লোগানের সাথে মিল রেখে প্রত্যেক মাসে তাদের কার্যক্রম অব্যাহত রাখছে। আজ সমাজের কিছু অবহেলিত নিম্ন আয়ের এবং অস্বচ্ছল প্রবীণ ব্যক্তিদের স্বাবলম্বী করার জন্য যে উদ্যোগ হাতে নিয়েছে তা সমাজের জন্য অনুকরণীয়। প্রেস বিজ্ঞপ্তি।