বিশ্ব নদী দিবস উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর নগরীর একটি রেস্টুরেন্টে পরিবেশ মানবাধিকার আন্দোলন–পমা আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশকে মানবদেহের সঙ্গে তুলনা করলে নদীগুলো তার ধমনী, শিরা ও উপশিরা। ধমনী, শিরা ও উপশিরা ছাড়া মানুষ যেমন বাঁচে না, তেমনি নদী ছাড়াও বাংলাদেশ বাঁচতে পারে না। কিন্তু দুঃখজনকভাবে আমাদের স্বার্থান্বেষী অপকাণ্ডে অসংখ্য নদ–নদী ইতোমধ্যে হারিয়ে গেছে। বাকিগুলোও দখল–দূষণে হারিয়ে যেতে বসেছে। বিষাক্ত সব রাসায়নিক এবং প্লাস্টিক ও পলিথিনের দূষণে নদীগুলো ভয়ংকর দুর্দশার সম্মুখীন হয়েছে। আমাদের অস্তিত্বের স্বার্থে নদী রক্ষায় মনোযোগ দিতে হবে। প্রশাসন ও নাগরিকদের নদী রক্ষা পরিকল্পনায় অংশগ্রহণ নিশ্চিত হলে নদ–নদীগুলো রক্ষা পাবে।
পমার চেয়ারপারসন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চবি নবনিযুক্ত উপ–উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। নির্বাহী সভাপতি প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট ও চবি রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন ও লায়ন জাহাঙ্গীর মিঞা। বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা’র (ধরা) চট্টগ্রাম চ্যাপ্টারের সদস্যসচিব ও প্রাণপ্রকৃতি সম্পাদক শারুদ নিজাম, শিক্ষা–অন্বেষা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কথাসাহিত্যিক জসিম উদ্দিন মাহমুদ, অধ্যক্ষ বদরুল হাসান টিটু, লেখক ইমরুল কায়েস, রিডার্স স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলু, কথাসাহিত্যিক অধ্যাপক মো. দিদারুল আলম ও আবুল কালাম। প্রেস বিজ্ঞপ্তি।