আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের আসন্ন সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ের পর থেকে টেম্বা বাভুমা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। আসন্ন সফরে তিনি ওয়ানডে দলকে নেতৃত্ব দিবেন। অন্যদিকে আইডেন মার্করাম সামপ্রতিক জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থাকার পর আবারো টি–২০ দলে নেতৃত্বে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কোনার্ড দলের সিনিয়র খেলোয়াড়রা ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজে সিনিয়রদের দলে প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন। দলে তাদের গুরুত্ব বিবেচনায় শুকরি কোনার্ড বলেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের পর সিনিয়র খেলোয়াড়দের দলে ফেরাটা জরুরী ছিল। তাদের অভিজ্ঞতা ও দক্ষতা পুরো দলকে সত্যিকার অর্থেই সমৃদ্ধ করবে। উভয় ফর্মেটে আমাদের দলও শক্তিশালী হয়েছে। সব কিছু মিলিয়ে আগামী বছর টি–২০ বিশ্বকাপ ও ঘরের মাঠে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে আমরা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে চাই।
সিএসএ এই প্রথমবারের মত ওয়ানডে ও টি–২০ উভয় দলে অফ–স্পিনার প্রেনেলান সুব্রায়েনকে ডেকেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সমপ্রতি তার টেস্ট অভিষেক হয়েছে। ঘরোয়া মৌসুমে শক্তিশালী পারফরমেন্স করেই সুব্রায়েন জাতীয় দলে ডাক পেয়েছেন। টি–২০ সার্কিটে দুর্দান্ত পারফরমেন্স করার পর জিম্বাবুয়ে সফরে টেস্ট ও টি–২০তে অভিষিক্ত পাওয়ার হিটার লুহান–ড্রি প্রিটোরিয়াস প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন। আরো এক এমার্জিং ট্যালেন্ট ডেওয়াল্ড ব্রেভিস জিম্বাবুয়ের সফরে সব ফর্মেটে খেলেছেন। এবার অস্ট্রেলিয়া সফরে দুই ফর্মেটের দলেই জায়গা ধরে রাখলেন। দলের অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কর্বিন বোশ, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিদি ও কাগিসো রাবাদা উভয় দলেই রয়েছেন। আইসিসি’র মেজর দুটি ইভেন্টকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকা এখন থেকেই দলগুলোকে শক্তিশালী করতে চাইছে। আগামী ১০, ১২ ও ১৬ আগস্ট তিনটি টি–২০ এবং ১৯, ২২ ও ২৪ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।