চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তবে নিউজিল্যান্ড আসবে তার আগেই। অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে অবস্থান করবে কাছাকাছি সময়ে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ডেরও বাংলাদেশ সফরের কথা রয়েছে। ফলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অংশগ্রহণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের কথা শোনা যাচ্ছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের আগে নিউজিল্যান্ডও আসবে টি-টোয়েন্টি খেলতে। গত বছর দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ব্ল্যাক ক্যাপসদের। কিন্তু করোনার কারনে সেটা বাতিল হয়। ২০২১ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। সেটাও হয়নি করোনার কারনে। গত বছরের জুনে বাংলাদেশ সফরের কথা ছিল অসিদের। কিন্তু করোনাভাইরাসের সতর্কতায় সিরিজটি স্থগিত করা হয়।