অস্ট্রেলিয়ায় ডীনস অ্যাওয়ার্ড পাচ্ছেন চুয়েটের তিন শিক্ষার্থী

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ৯:৫৫ পূর্বাহ্ণ

গবেষণায় কৃতিত্বপূর্ণ সফলতার জন্য অষ্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ) থেকে ডীনস অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশী তিন শিক্ষার্থী। তারা তিনজনই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থী। স্নাতক শেষে তারা উচ্চশিক্ষার জন্য অষ্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন। ডীনস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত তিনজন হলেন ড. সাইয়েদুল মুরসালিন, ড. আহসানুল হাবীব এবং ড. সুমনা বিশ্বাস। ড. সায়েদুল মুরসালিন ইউএনএসডব্লিউ, সিডনি এবং বাকি দুজন ইউএনএসডব্লিউ, ক্যানবেরা ক্যাম্পাসের শিক্ষার্থী ছিলেন।
ড. মুরসালিন জানান, গত ২৪ আগস্ট ইউএনএসডব্লিউর নিজস্ব ওয়েবসাইট এবং মেইলযোগে বিজয়ী শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়। তবে করোনার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তনের আয়োজন করেনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজালালাবাদে অর্ধশতাাধিক দোকানপাট উচ্ছেদ
পরবর্তী নিবন্ধআখতারুজ্জামান বাবুর কবরে শ্রদ্ধাঞ্জলি