অস্ট্রেলিয়ার সিডনিতে বিরল গুলিবর্ষণের ঘটনায় আহত ১৬

| মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:৩৫ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ায় সোমবার একজন ৬০ বছর বয়সী পুরুষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি সিডনির এক ব্যস্ত রাস্তায় গুলিবর্ষণ করে বহু মানুষকে আহত করেছেন। খবর বিডিনিউজের। সিঙ্গাপুরভিত্তিক নিউজ চ্যানেল সিএনএ জানিয়েছে, সিডনির ইনার ওয়েস্ট থেকে করা একটি কল থেকে পুলিশ জানতে পারে সেখানে একটি বন্দুকধারী তার ফ্ল্যাট থেকে রাস্তা দিয়ে যাওয়া গাড়ি ও পুলিশের দিকে নির্বিচারে গুলি ছুড়ছে। এ খবর পেয়ে পুলিশের একটি বিশাল দল ঘটনাস্থলে গিয়ে রাস্তাটি আটকে দেয়। তারপর একটি ব্যবসা প্রতিষ্ঠানের উপরে ওই ফ্ল্যাটে প্রবেশ করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রাইফেল জব্দ করেছে। অফিস কর্মী জো আজার জানান, তিনি রাস্তার অপর পাশের অফিসে বসে কাজ করার সময় শব্দ শুনে সেগুলো আতশবাজির বা কেউ জানালায় পাথর ছুড়ছে বলে মনে করেছিলেন। সিডনি মর্নিং হেরাল্ড সংবাদপত্রকে আজার বলেন, কিছু মানুষের উইন্ডশিল্ড (গাড়ির) উড়ে গেল, তারপর বাস স্টপের গ্লাস চুরমার হয়ে গেল। মনের মধ্যে ধক করে উঠল, ওহ, তাহলে এই ঘটছে। উন্মত্তের মতো গুলি ছুড়ছিল।

এতো তাড়াতাড়ি সবকিছু ঘটে গেল, তাই কী হচ্ছে বুঝতে পারছিলাম না। পুলিশ প্রথমে জানিয়েছিল, বন্দুকধারী শতাধিক রাউন্ড গুলি ছুড়েছে আর তাতে ২০ জন আহত হয়েছেন। কিন্তু সোমবার নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সুপার স্টিফেন পেরি জানান, বন্দুকধারী প্রায় ৫০ রাউন্ডের মতো গুলি ছুড়েছিল আর তাতে মোট ১৬ জন আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধভারতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ
পরবর্তী নিবন্ধমাদাগাস্কারে বিক্ষোভ গড়াল তৃতীয় সপ্তাহে