অস্ট্রেলিয়াকে সাধারণ প্রতিপক্ষই মনে করছে ওমান

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৯:২০ পূর্বাহ্ণ

গেল বছরই ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এবার টিটোয়েন্টি বিশ্বকাপেও অন্যতম ফেবারিট দল হলুদ জার্সিধারীরা। তবে এখনো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন শুরু হয়নি। আগামীকাল ভোর সাড়ে ৬টায় বাংলাদেশ সময় ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করবে অসিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ যেকোনো দলকেই একটু চিন্তায় ফেলে দেয়। কারণ তো প্রায় সবারই জানা। অসি ব্যাটারদের শাণিত ব্যাট যেকোনো দলের বোলারের জন্যই আতঙ্কের, আর তাদের পেস আক্রমণ যেকোনো দলের ব্যাটারদের জন্য হৃদকম্পনের। সবমিলিয়ে ব্যাটেবলে দুর্দান্ত টিম অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে ব্যতিক্রম কোনো কিছুই ভাবছেন না ওমান অধিনায়ক আকিব ইলিয়াস। অসিদের তিনি সাধারণ দল বলেই বিবেচনা করেন। যে কারণে এই ম্যাচ নিয়ে কোনো ধরনের চাপ অনুভব করছেন না আকিব। অন্যান্য দলকে যেখানে দেখেন, অসিদের সেভাবেই দেখছেন তিনি। এক্ষেত্রে অস্ট্রেলিয়াকে মোটেই ছোটে করে দেখছেন না আকিব। তিনি মনে করছেন, ওমান যেকোনো দলের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নিজেদের চেনাতে চায়। শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই জমাতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। তিনি বলেন একবার মাঠে নামলে বড় কোনো দল নেই। মাঠে আপনার চয়ে কেউ নেই। এটি আমাদের আরেকটি খেলা এবং আমরা মনে করি না যে আমরা অসাধারণ কারো বিপক্ষে খেলতে যাচ্ছি। আকিব বলেন, ‘অধিনায়ক হিসাবে আমাকে সেখানে গিয়ে বলার দরকার নেই যে, আপনি মিচেল স্টার্কের মুখোমুখি হতে চলেছেন। আপনি যখন শীর্ষস্থানীয় বোলার বা শীর্ষ ক্রিকেটারদের খেলছেন তখন এটি স্বাভাবিকভাবেই আপনার মাথায় আসে। কোচ এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটি ইতিবাচক দিক। তিনি বলেছিলেন আমরা তাদের নামই নিতে চাই না। তারা শুধু একটি দল হিসেবে এসেছে এবং এখানে তারা আমাদের পর্যায়েরই। আমরাও যোগ্যতা অর্জন করেছি তারাও করেছে। একটি দল চ্যাম্পিয়ন হওয়াতে খুব একটা পার্থক্য হয় না। যদিও অতীতে তারা যা করেছে, আমরা সেগুলোর জন্য তাদের সম্মান করি। এ কারণেই বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরেছে। ওমান অধিনায়ক আরও বলেন নিঃসন্দেহে তাদের বড় বড় খেলোয়াড় আছেন। কিন্তু আমাদের ক্রিকেটারদের বলতে চাই, যদি আজ তারা স্টার্কের বিপক্ষে লড়াই করে, কল্পনা করে দেখুন যে স্টার্ক বা শীর্ষ বোলারদের বিপক্ষে খেলছে সে কতটা হাইলাইট হবে।

পূর্ববর্তী নিবন্ধকোয়ালিটি ব্লুজের শুভ সূচনা
পরবর্তী নিবন্ধবিশ্বকাপেই আজ প্রথম দেখা হচ্ছে পাকিস্তান-যুক্তরাষ্ট্র