গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে আটজনের প্রাণ গেছে। উপজেলার মিল্টন বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার এসআই সিরাজুল ইসলাম জানান। খবর বিডিনিউজের।
মৃতরা হলেন কাশিয়ানী উপজেলা সদরের ব্যবসায়ী মোটরসাইকেল চালক অনিক মিয়া (২৮) ও তার স্ত্রী জেসমিন আক্তার (২৭), ফুকরা গ্রামের ফিরোজ মোল্লা (৫০) ও তার স্ত্রী রুমা বেগম (৪০), গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের প্রফুল্ল কুমার সাহার ছেলে প্রাইভেটকার যাত্রী ঢাকার বারডেম হাসপাতালের চিকিৎসক বাসুদেব সাহা (৫৪), স্ত্রী শিবানী রানী সাহা (৪৬) ও ছেলে ঢাকার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নীল সাহা। এছাড়া অন্যজন হলেন চিকিৎসক বাসুদেবের গাড়িচালক মো. আজিজ মিয়া (৩৫)। জানা যায়, অসুস্থ মাকে দেখতে বাড়ি যাওয়ার পথে ফেরিতে স্ত্রী-সন্তানের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বারডেম হাসপাতালের চিকিৎসক বাসুদেব সাহা, তার স্ত্রী, ছেলে ও কার চালক। মাওয়া হয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাট দিয়ে পদ্মা পার হলে ওই দুর্ঘটনাস্থলের দূরত্ব ৮০ কিলোমিটার। সেখান থেকে আর ২০ কিলোমিটার পেরুলেই গোপালগঞ্জ শহরের উদয়ন রোডে বাসুদেব সাহার বাড়ি। মেডিকেল কলেজে পড়ুয়া একমাত্র মেয়ে পরীক্ষার জন্য ঢাকার বাসায় থাকায় তিনি বেঁচে যান। দুর্ঘটনার পর তার মামা তাকে গোপালগঞ্জে নিয়ে গেছেন বলে জানান, বারডেম হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. নিজামুল ইসলাম।
বারডেম হাসপাতালে গত ২০ বছর ধরে সিনিয়র মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন বাসুদেব সাহা। তিনি কাজ করতেন অবেদনবিদ (অ্যানেসথেসিওলজিস্ট) হিসেবে। বাসুদেব সাহা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
এসআই বলেন, খুলনা থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জমুখী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও একজন।
এ দুর্ঘটনার জন্য গাড়ির দ্রুত গতি দায়ী বলে শনাক্ত করেছেন ডিসি শাহিদা সুলতানা।
দুর্ঘটনার বর্ণনায় এসআই সিরাজুল বলেন, এক মোটরসাইকেলে অনিক ও জেসমিন গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। বরগুনা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস নসিমনকে সাইড দিতে গেলে কাছাকাছি থাকা তিন বাহন দুর্ঘটনায় পড়ে। বাসুদেব পরিবারের কারটি মহাসড়কের পাশে ধান মাড়াইরত মেশিনের ওপর ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর উল্টে পড়ে।
দুর্ঘটনায় আহত হন অন্তত ২৫ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।












