‘আমরা সুন্দর হবো’ স্লোগান সামনে রেখে চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চাঁদেরহাট জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৩টায় কাউন্সিলের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। চাঁদেরহাট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো. নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার-উল-করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন চাঁদেরহাট কেন্দ্রীয় পরিষদের সভাপতি ইয়াহিয়া সোহেল।
প্রধান বক্তা ছিলেন চাঁদেরহাট কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক কবি শামিম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন সিজকেএস এর সহ-সভাপতি ও চাঁদেরহাট উপদেষ্টা দিদারুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন ফজলে রব মুরাদ, আলম চৌধুরী সুমন, মো. ইলিয়াছ, ফোরকান, দুদুল কান্তি বড়ুয়া, আরেফিন, আলীম রেজা, আব্বাস উদ্দীন মাস্টার, জুয়েল রানা, মহিন উদ্দিন, ইব্রাহিম, রোকন উদ্দীন, আব্দুল আজিজ মেম্বার প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ৪৮ বছর ধরে শিশু-কিশোরদের ভালো মানুষ হিসেবে গড়া ওঠার পাশাপাশি অসাম্প্রদায়িক শোষণমুক্ত দেশ গড়ার উৎসাহ দিয়ে আসছে চাঁদের হাট। বিশেষ করে অসহায় শিশুদের জন্য শীতবস্ত্র, ঈদবস্ত্র, শিক্ষা সামগ্রী বিতরণ নিয়মিত উদ্যোগগুলো বিশেষ প্রশংসার দাবি রাখে। কাউন্সিলে মো. নুরুল আমিনকে পুনরায় সভাপতি, মো. ইলিয়াছকে সাধারণ সম্পাদক এবং এস এ সম্রাটকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।