সমাজবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, বর্তমানে শান্ত ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে অশান্ত করার জন্য স্বাধীনতার পরাজিত শক্তির সহযোগিতায় কিছু চক্রান্তকারী ব্যক্তি অশুভ কাজ করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। তা না হলে বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা আজ প্রতিষ্ঠিত হয়েছে তা এই কুচক্রী মহলের কারণে ভুলণ্ঠিত হবে। অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে। গত ২৪ জানুয়ারি নগরীর ও. আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদ আয়োজিত মহাশ্মশানকালী মায়ের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চসিক প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দীন। সুচিত্রা গুহ টুম্পা ও শিমুল মুহুরীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ (বিশু)।আশীর্বাদক ছিলেন মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবতী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, পরিষদের সিনিয়র সহ–সভাপতি কাজল কান্তি দেব, সহ–সভাপতি জগন্নাথ মিত্র, অজিত কুমার দাশ, প্রদীপ কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন পরিষদের সহ–সভাপতি দুলাল চৌধুরী, সাধন সিংহ, নিকেল দে, পরিমল সরকার, আশুতোষ বিশ্বাস, প্রবীর দে, উজ্জ্বল দাশ, প্রকৌশলী বাবুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ নাথ টুটুল, রুভেল দে, মিহির দে, চন্দন মহাজন, শৈবাল ভৌমিক, রাজীব চৌধুরী, প্রদীপ দাশ (বাবু), অ্যাড. তপন কুমার দাশ, দেবু প্রসাদ সিংহ, যিশু নাথ, সিদ্ধার্থ শংকর সিধু, রুবেল চৌধুরী, পাপ্পু দাশ রিমন, নিলয় দেব, দয়াল দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।