চট্টগ্রাম নগরীতে অসামাজিক কার্যাকলাপ করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো পাঁচ নারী-পুরুষ। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অবস্থানের অভিযোগে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর, ধুমপাড়া মোড়স্থ, কামাল সাহেবের বিল্ডিংয়ের নিচতলা থেকে ৫ নারী পুরুষকে আটক বন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ফেনী জেলার পাচগাছিয়ার মাতিয়ারা গ্রামে হক সাহেবের ছেলে মোঃ সোহেল (৩২), চাঁদপুর জেলার শাহরাস্তি হুতার বাড়ির বানিয়াচর এলাকার মৃত রহিমের স্ত্রী রাবেয়া (৫৫), চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানাধীন মুনছুরাবাদ দেওয়ানহাট এলাকার মৃত রফিক আলম মেয়ে তানিয়া আক্তার (৩২), ভোলা জেলার বাবুগঞ্জ থানার কবিরাজ বাড়ির ভবানীপুর এলাকার দুলাল হাওলাদারের স্ত্রী শারমিন আক্তার ও ভোলা জেলার সদর থানার আলম মাঝির বাড়ির বেলু মিয়ার বাজারের মোঃ শাহাজান বেপারীর ছেলে মোঃ রেজাউল ইসলাম।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজয় কুমার সিংহা দৈনিক আজাদীকে বলেন, বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে কয়েকজন নারী পুরুষ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক সক্ষম হই। পরে উক্ত ঘটনায় সিএমপি অধ্যাদেশ ১০৩/৭৬ ধারায় বন্দর থানার অধর্তব্য মামলা মুলে বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ খবর পায় থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর, ধুমপাড়া মোড়স্থ, কামাল সাহেবের বিল্ডিংয়ের নিচতলায় উপস্থিত হয়ে তথায় বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে কয়েকজন নারী পুরুষ অবস্থান করছে। অভিযান চালিয়ে বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করা ৫ জনকে গ্রেফতার করেন থানা পুলিশ।