অসামাজিক কার্যকলাপ হোটেল হিলটাউন থেকে ১০ জন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি আজাদীকে বলেন, গত ৫ জুলাই রাত নয়টার দিকে এসআই মো. সেলিম মিয়ার নেতৃত্বে একটি টিম কোতোয়ালী থানাধীন স্টেশন রোডস্থ হোটেল হিলটাউন (আবাসিক) এ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ১০ জনকে (পুরুষ ৬ ও নারী ৪) গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএপিক হেলথ কেয়ারে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব
পরবর্তী নিবন্ধচাঁদা দাবির মামলা করায় হামলার অভিযোগ