চট্টগ্রাম একাডেমি ইতিহাস ঐতিহ্য সংগ্রহ সংরক্ষণসহ পৃষ্ঠপোষকতার মাধ্যমে লেখক সাংবাদিক ও আগামী প্রজন্মকে সচেতন ও উৎসাহিত করে চলেছে। শিল্প সাহিত্য সংস্কৃতির মাধ্যমে মানুষ নিজেকে খুঁজে পায়, বড় মনের ও মুক্তবুদ্ধির প্রকাশ ঘটে। সৃজনশীলতা যত বাড়বে ততই বাংলার সাহিত্য ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ হবে। গত ১৩ মে একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ড. সেলিনা আখতারকে সংবর্ধনা জানানো হয়; উল্লেখ্য, তিনি চট্টগ্রাম একাডেমির একজন জীবন ও পৃষ্ঠপোষক সদস্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী। অত্যন্ত সুনামের সাথে ড. সেলিনা আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ ৩৫ বৎসর ধরে তিনি শিক্ষকতা পেশার সাথে জড়িত রয়েছেন। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, চট্টগ্রাম একাডেমি থেকে বহু সম্মান পেয়েছি, বহুবার আপনারা আমাকে সম্মানিত করেছেন। এখন আমাকে আর আলাদা ভাবার দরকার নেই আপনাদের ডাকে আমি সবসময় চলে আসবো। ঐ দিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে তাঁকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাতে একাডেমির হলরুম কবি, সাহিত্যিক সংগঠকদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল। আবারো ড. সেলিনা আখতারকে জানাই শ্রদ্ধা ও অভিনন্দন এবং সেই সাথে এ অনন্য সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য চট্টগ্রাম একাডেমির প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ।