‘দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের পক্ষ থেকে এক অসহায় ব্যক্তিকে একটি সিএনজি অটোরিকশা প্রদান করা হয়েছে। সম্প্রতি এটি তার হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ বলেন, বছর জুড়ে এই ট্রাস্টের মাধ্যমে সহায়তা দেয়া হয়।
দেশের বিভিন্ন অঞ্চলের স্থাপন করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। দারিদ্র্য বিমোচন ও মানব সম্পদ উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ করে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট মানবতার বাতিঘরে পরিণত হয়েছে।
এই ট্রাস্ট থেকে সিএনজি পাওয়া মোহাম্মদ রফিকুল আলম বলেন, জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট বরাবর একটি আবেদন করলে আমাকে একটি সিএনজি চালিত অটোরিকশা ক্রয় করে দেন। গাড়িটি পাওয়ার পরে নিজে চালিয়ে যা টাকা আয় রোজগার করি, তার অর্ধেক টাকা জমা রেখে বাকী টাকা দিয়ে সংসারের খরচ চালায়। প্রেস বিজ্ঞপ্তি।












