অসহায় মানুষের প্রতি করুণা নয় পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব

ঈদ উপহার বিতরণকালে আবদুচ ছালাম এমপি

| রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

নুরুল ইসলাম ও গোল আকসান ফাউন্ডেশনের উদ্যাগে ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুচ ছালাম।

গতকাল শনিবার সকালে আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ মাঠ নুরুল ইসলাম ও গোল আকসান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মুহাম্মদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবদুচ ছালাম এমপি বলেন, ঈদ উপহার বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো প্রতিটা নাগরিকের দায়িত্ব।

ঈদ উপহার বিতরণকালে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, এসএম আবুল কাশেম, মো. কফিল উদ্দিন (জিএস কফিল), হাজী নাছির উদ্দিন, গোলাম মোস্তফা, জিএস আমিনুল করিম, শাহাজান, মো. বখতিয়ার, জামশেদ হোসেন, সাইফুল ইসলাম সাইফ, রনি দিদারী, আনিসুর রহমান মুন্না, মোর্শেদ আলম, মো. মোজাম্মেল হোসেন, নুরনবী, আব্দুল মোনাফ মুরাদ, সাজ্জাদ হোসেন আশিক, নুরউদ্দিন, এনামুল হক মিনহাজ, আবিরুল ইসলাম, আব্দুল কাদের, জুলি আকতার, মো. নাবিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সরকার কাজ করে যাচ্ছে
পরবর্তী নিবন্ধজেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান