অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই আনন্দের

শীতবস্ত্র বিতরণে বক্তারা

| শুক্রবার , ১৯ জানুয়ারি, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে বিভিন্ন ইউনিয়নে ১৫শ অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এস এম আল মামুন। তিনি বলেন, বর্তমান সরকার গরীব এবং জনবান্ধব। অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারার আনন্দই আলাদা। তাদের সুখদু:খে পাশে দাঁড়িয়ে তাদের খোঁজখবর রাখাই প্রকৃত ধর্ম। ধনীদের উচিত শীতার্ত অসহায় মানুষের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করা। বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র বদিউল আলম, মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, শেখ রেজাউল করিম বাহার, ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী, শওকত আলী জাহাঙ্গীর, মোরশেদ হোসেন চৌধুরী, মো. মনির আহমেদ, মো. নাজিম উদ্দিন, সালাউদ্দিন আজিজ, সাঈদ মিয়া, আওরঙ্গজেব সাবু, সাইদুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।

সাউদার্ন ইউনিভার্সিটির ‘ল’ অ্যালামনাই অ্যাসো’ : সাউদার্ন ইউনিভার্সিটির ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী পর্ষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গতকাল বৃহস্পতিবার স্থায়ী ক্যাম্পাসে সংগঠনের সভাপতি অ্যাড. শহীদুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মো. আরিফুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রো ভিসি প্রফেসর এম. মহিউদ্দিন চৌধুরী, রেজিস্ট্রার মো: নুর আহমদ, ডেপুটি রেজিস্ট্রার এ এফএম মোদাচ্ছের আলী, আইনবিভাগের উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন খালেদ, প্রক্টর অ্যাড. মর্তুজা ইসলাম জোহানজেব তারেক, বিভাগীয় প্রধান মো. ইয়াছিন, সহকারী অধ্যাপক সুরাইয়া মমতাজ, সহকারী অধ্যাপক মারিয়া কিবরিয়া, প্রভাষক, মো. জাহিদুল ইসলাম, অ্যাড. রাশেদুল আলম রাশেদ, অ্যাড. সাজ্জাদ শরীফ, অ্যাড.সাজ্জাদ হোসেন জুয়েল, অ্যাড. খান আল আমিন, অ্যাড. তৌহিদুল ইসলাম, অ্যাড. সাইফুল ইসলাম সাইফ, অ্যাড. জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, তৌহিদুল ইসলাম তুহিন, অ্যাড. এনায়েতুল করিম, অ্যাড. রাইসুল কবির,সাবেক নির্বাচন কমিশনার মো. রিদুয়ান ও মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের নিকট শীতবস্ত্র বিতরণ করা হয়।

রেড ক্রিসেন্ট সোসাইটি : রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে নগরীর আগ্রাবাদ, বারিক বিল্ডিং, সল্টগোলা, বন্দর ও ইপিজেড এলাকায় অসহায় দুস্থ ও ছিন্নমূল শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ১৭ জানুয়ারি রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ সালামের তত্ত্বাবধানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের আজীবন সদস্য এসএম শওকত ওসমান, যুব প্রধান আ..ম তামজীদ, মো. রকিবুল ইসলাম, সুভজিৎ ভট্টাচার্য প্রমুখ।

সাতকানিয়া বিজিবি : সাতকানিয়া প্রতিনিধি জানান, সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান। উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট কর্র্নেল মো. মারুফুল আবেদীন, লে. কর্নেল মহিব্বুল ইসলাম খান, মেজর মো. সাহেদুল ইসলাম ভূঁইয়া, সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন ও সুবেদার মেজর মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বলেন, এবারে শীতের প্রকোপটা একটু বেশি। আমরা বিজিবির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে স্বল্প পরিসরে কম্বল বিতরণ কর্মসূচি শুরু করেছি। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এলাকার গরীব দুঃস্থদের এনে কম্বল বিতরণ করা হয়েছে। এটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম। তিনি শীতার্তদের সাহায্যে এগিয়ে আসরি জন্য সকলের প্রতি আহবান জানান। নগরীর একটি কনভেনশন সেন্টারে পরিষদের আহ্বায়ক ফেরদৌসী ইয়াসমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব পারভীন আক্তার মুন্নির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শাহজাহান সুফী, এম..তাহের, আনোয়ারা বেগম, দ্বীনবন্ধু দাশ, শাহিনুল আলম, তৌহিদুল আনোয়ার সেন্টু, কামাল হোসেন, আল মাসুদ চৌধুরী হিরু, এমরানুল হক, নজরুল ইসলাম, মোতালেব সরকার, লুৎফুন্নেসা বেগম, নাজমা আকতার, সালমা আক্তার, নুরন্নাহার বেগম, লিপি বেগম, ফেরদৌস ইয়াসমিন ঝর্ণা, ইয়াসমিন হাসান, শেফালী আক্তার, অঞ্জু ভৌমিক, জাহানারা বেগম, শিল্পী দে, আয়েশা বেগম প্রমুখ।

সেইভ দ্য হাঙ্গার পিপল : সেইভ দ্যা হাঙ্গার পিপল এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম গ্যালারী হলে রোকসানা পারভীন রুবার সভাপতিত্বে ও শেখ আবদুল মান্নানের সঞ্চালনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। বক্তব্য রাখেন খোরশেদ আলম রহমান, মো. সোহেল হক, আবদুল নুর, তানভীর আহমদ রিংকু, জাহাঙ্গীর আলম, আশিকুর রহমান আতিক, কামরুজ্জামান, জিন্নাত সুলতানা ঝুমা, রিনা আক্তার, মুরাদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, ইয়াছিন রাসেল, মনির হোসেন মনিক, দিদারুল আলম সাগর, মুনমুন প্রমুখ।

পূর্ব ষোলশহর ওয়ার্ড : ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ এম আশরাফুল আলমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী সামসুল আলম, মো. শাহ আলম, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন মানিক প্রমুখ। ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম শীতার্ত মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এম এ লতিফ এমপির পক্ষে : চট্টগ্রাম ১১ বন্দরপতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী ও কাউন্সিলর আব্দুল বারেক এসব কম্বল বিতরণ করেন। বক্তারা শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

জিরি ইউনিয়ন : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ার জিরি সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ৪ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খাঁন টিপু। উপস্থিত ছিলেন আবদুল মালেক, ইউপি সদস্য নাসির উদ্দিন, নুরুল ইসলাম বাদশা, কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম খোকন, মো. ইউসুফ, মো. এরফান, মো. আবু তৈয়ব, মো. শাহেদ, মিজান শিকদার প্রমুখ। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খাঁন টিপু বলেন, গরীবদু:খী মানুষের কল্যাণে ও দেশের অগ্রগতিতে শেখ হাসিনার বিকল্প নেই।

সাবেক ও বর্তমান হ্যান্ডবল খেলোয়াড় : আর্ত মানবতার সেবায় হ্যান্ডবল খেলোয়াড়দের শীতবস্ত্র বিতরণ আর্ত মানবতার সেবায় চট্টগ্রামের সাবেক ও বর্তমান হ্যান্ডবল খেলোয়াড়দের উদ্যোগে গতকাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। আর্ত মানবতার সেবায় এই শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি আ..ম ওয়াহিদ দুলাল, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হাফিজুর রহমান, সিজেকেএস নির্বাহী সদস্য জি. এম হাসান, সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ, সাবেক হ্যান্ডবল খেলোয়াড় ও সিজেকেএস কাউন্সিলর কল্লোল দাশ, সাবেক হ্যান্ডবল খেলোয়াড় ও চট্টগ্রাম জেলা হ্যান্ডবল রেফারীজ কমিটির সম্পাদক সোহেল আহমেদ, সাবেক হ্যান্ডবল খেলোয়াড় ও চট্টগ্রাম জেলা হ্যান্ডবল রেফারীজ কমিটির কোষাধ্যক্ষ রনি দত্ত, সিজেকেএস হ্যান্ডবল কমিটির সদস্য মো: হায়দার আলী, সিজেকেএস কাউন্সিলর ফারুকুজ্জামান, রায়হান উদ্দিন রুবেল, সাইফুল আলম খান, আবু জাহেদ, সাবেক হ্যান্ডবল খেলোয়াড় আবু কায়সার, রাশেদ রেজা, সানি দত্ত, আরাফাত হোসেন, মো: জাহাঙ্গীর, জেলা হ্যান্ডবল দলের খেলোয়াড় আরাফাত হোসেন, আরাফাত রহমান প্রমুখ।

যুবলীগ : নগরীতে যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল, চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের আহবানে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম ওয়াহিদের উদ্যোগে চট্টগ্রামের অসহায় শীতার্ত মানুষের মাঝে ১৮ জানুয়ারি রাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ এহেসান, তাসভীর, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ মেহেদি, মোহাম্মদ আশিক, মোহাম্মদ রিজভী, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সাকিব প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধলায়ন এম সামশুল হকের ১ম মৃত্যুবাষিকী আজ
পরবর্তী নিবন্ধটিআইবি ‘বিএনপির দালাল’: কাদের