অসহায় মানুষের আস্থার ঠিকানা প্রয়াস

অনুদান প্রদান অনুষ্ঠানে ওয়াসার এমডি

| শনিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২৬ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐদিন বিকালে নগরের সানম্যার ওশান সিটি মার্কেট প্রাঙ্গনে সমাজের অসহায় অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রয়াস সভাপতি মোঃ কিবরিয়া হোসাইন বাপ্পীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। “প্রয়াস মানুষের জন্য, প্রয়াস মানুষের কথা বলে”এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠান উদ্বোধন করেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন এ.এম কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, মোমিনুল হক, লায়ন সন্তোষ কুমার নন্দী, ডা: এম.ওয়াই এফ পারভেজ, ডা: মো: ছাইদুল মোস্তাকীম, মহসীন উল কাদের, বেলায়েত হোসেন চৌধুরী রুবেয়ত, মোঃ আলতাফুর রশীদ বাবু, জাহেদুল ইসলাম জনি, আলমগীর মো: ফারুক, সুভাষ সরকার, ওমর ফারুক খান আসিফ, মোঃ ইসমাইল, ইঞ্জিনিয়ার মো: সাহাব উদ্দীন, আমিনুল ইসলাম, নুসরাত জাহান, সারমিন আক্তার, খোরশেদ আলম, জামাল হোসেন জনি, মো: সামশেদ নেওয়াজ রনি, আবু শাহাদাত মো: সায়েম, মো: হাবিবুর রহমান, মো: সাকিবুর রহমান, মীর তাফহীম কাদের, হাসান ইহলান চৌধুরী, অপু কুমার ও নুরুল আলম। প্রধান অতিথি বলেন, অসহায় কম ভাগ্যবান মানুষের আস্থার ঠিকানা প্রয়াস এবং মাতৃভাষা দিবসে এই মহতী উদ্যোগ হতে নেওয়ার জন্য প্রয়াস পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পূর্ববর্তী নিবন্ধকারাগারগুলো বিএনপির নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ
পরবর্তী নিবন্ধবিয়ে বাড়িতে সেমাই খেয়ে নারী শিশুসহ ৪২ জন হাসপাতালে