অসহায়দের চিকিৎসা সহায়তায় সরকার যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করছে

রোগীদের মাঝে চেক বিতরণে এমপি মোতাহের

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ মে, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

পটিয়ায় ক্যান্সার আক্রান্ত, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। গত রোববার উপজেলা পরিষদ হল রুমে পটিয়ার ৩২ জন রোগীদের জন প্রতি ৫০ হাজার টাকা করে প্রধান অতিথি হিসেবে এ চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ভূঞা জনী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, প্রকৌশলী কমল কান্তি পাল, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, ইউপি সদস্য রিংকী দেব প্রমুখ। প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অসহায় দুঃস্থদের চিকিৎসা সেবায় সরকারের এ সহায়তা একটি যুগান্তকারী পদক্ষেপ। এছাড়াও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকারো মদদে বিএনপি চাঙ্গা হয়ে যাবে এমন পরিস্থিতি নেই : কাদের
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা