অসচ্ছল রোজাদারদের সহায়তায় এগিয়ে আসুন

ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মেয়র

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

আর্থিকভাবে অসচ্ছল রোজাদারদের পাশে বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়া উল হুদার আয়োজনে ৯ নং ওয়ার্ড উত্তর পাহাড়তলীর মসজিদের ইমামমুয়াজ্জিন ও অসহায় দুস্থ মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি। সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়া উল হুদা। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি নেতা নুরুল আকবর কাজল, নূর আহমেদ, এ কে এম ফজলুল হক সুমন, শহীদুল্লাহ বাহার, মেয়রের রাজনৈতিক সহকারি জিয়াউর রহমান জিয়া, জসিম উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, মো. খুরশিদ, মহানগর মহিলা দলের সহ সভানেত্রী সকিনা বেগম, পাহাড়তলী ও আকবর শাহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আব্দুল আলি নগর সমাজ উন্নয়ন পরিষদ, ফকির তালুক সমাজ উন্নয়ন পরিষদ, দুলালাবাদ সমাজ উন্নয়নের পরিষদের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মমতাজ সওদাগর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতেভাগা খামার পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদযাপন