মৃতের আত্মার শান্তি কামনা করে প্রতিবছর ২ নভেম্বর ‘অল সোলস ডে’ পালন করে বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানরা। এই উপলক্ষে গতকাল শনিবার বিকাল থেকে প্রার্থনা শেষে চট্টগ্রামের পাথরঘাটা জপমালা রানীর গির্জার সমাধিতে ফুল ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
ক্যাথলিক খ্রিস্টানরা বিশ্বাস করে, যেসব সমাধিতে মৃতদের জন্য প্রার্থনা করা হয়, তাদের আত্মা স্বর্গে প্রবেশের জন্য স্বাধীন, শুদ্ধ। এজন্য প্রতি বছর ২ নভেম্বর মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বিশ্বের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামেও পালিত হয়েছে ‘অল সোলস ডে’।
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের বিভিন্ন গির্জায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সমাধিস্থলে মোমবাতি জ্বালিয়ে মৃত স্বজনদের স্মরণ করা হয়।
প্রার্থনায় সামিল হওয়া খ্রিষ্টধর্মাবলম্বীরা জানান, মৃত স্বজনদের স্মরণে খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন ২ নভেম্বর গির্জা ও সমাধিতে জড়ো হন। ফুল ও মোম জ্বালিয়ে প্রিয়জনের সমাধিতে পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে মৃত আত্মাদের শান্তি কামনায় প্রার্থনা করেন।
এদিন পাথরঘাটাস্থ জপমালা রানীর গীর্জায় অনেকেই প্রার্থনা জানাতে আসেন। স্বজনদের স্মরণ করে তাদের প্রার্থনা করতে দেখা গেছে। এই সময় খ্রিষ্টভক্তরা ভক্তি ও ভালোবাসা নিয়ে প্রার্থনা করেন।