মিরপুর টেস্টের দ্বিতীয় দিনেই হারের মুখে পড়েছে আফগানিস্তান। এরই মধ্যে বাংলাদেশ এগিয়ে গেছে ৩৭০ রানে। উইকেটের যা অবস্থা তাতে লক্ষ্য বলা যায় এখনই ধরাছোঁয়ার বাইরে। বাকি এখনও ৯ উইকেট। এই লিডের পাহাড় তাই ক্রমেই আরও উঁচুতে নেবে বাংলাদেশ। গতকাল দিনের শেষ সেশনে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর দারুণ ব্যাটিংয়ের সঙ্গে আফগানদের আলগা বোলিং মিলিয়ে জুটি হয়েছে শতরানের। তবে উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন। তৃতীয়–চতুর্থ দিনে আরও চ্যালেঞ্জিং হওয়ার কথা। সব মিলিয়ে আফগানিস্তানের সামনে আশার আলো বলতে কিছু নেই। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেটীয় অনিশ্চয়তার কথা বললেন আফগান কোচ জোনাথন ট্রট। তবে তার নিজেরও যে তাতে ভরসা খুব একটা নেই। তিনি বলেন অবশ্যই কাজটি হবে কঠিন। বিশেষ করে পিচের যা অবস্থা, আরও কঠিন হবে কাজ। আমাদের লড়াই করতে হবে আরেকটু ভালো কিছু করতে এবং কিছুটা সম্মানের জন্য খেলতে ।
তৃতীয় দিন সকালে আমাদের অনেক ভালো বোলিং করতে হবে। এরপর ব্যাটিংয়ে অসাধারণ কিছু করতে হবে। ক্রিকেটে সবকিছুইতো সম্ভব। ক্রিকেটে কত নাটকীয় কিছুই তো আমরা দেখেছি। তবে নিজেদের সামর্থ্যকে ছাপিয়ে যেতে হবে আমাদের। অথচ দিনের শুরুটা আফগানিস্তানের জন্য ছিল আশা জাগানিয়া। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ যোগ করতে পারে আর মাত্র ২০ রান। নিজাত মাসুদ ও ইয়ামিন আহমাদজাইয়ের দারুণ বোলিংয়ে ৯ রানের মধ্যে বাংলাদেশ হারায় শেষ ৫ উইকেট। তবে এরপর ব্যর্থ হন তাদের ব্যাটসম্যানরা। দিনের শেষ ভাগে জাকির হাসান ও নাজমুল হাসানের সামনে ভালো বোলিং করতে পারেননি আফগান বোলাররাও। সেই হতাশাই ফুটে উঠল কোচের কণ্ঠে।
তিনি বলেন দ্বিতীয় দিন সকালে আমরা বেশ ভালো বোলিং করেছি। ২০ রানে ৫ উইকেট নিয়েছি। উইকেটও সহায়তা করেছে। তবে দিনের শেষভাগে বোলিং খুব ভালো করিনি। এজন্যই বাংলাদেশ এখন শক্ত অবস্থানে। তিনি বলেন আমরা লম্বা সময় টেস্ট ক্রিকেট খেলিনি। হয়তো তার একটা প্রভাব পড়েছে। তবে এটিকে অবশ্য অজুহাত দিতে চান না আফগান কোচ। বরং দলকে বললেন এখান থেকে শিখতে। তিনি বলেন কোনো অজুহাত অবশ্য দিচ্ছি না। বাংলাদেশ অবশ্যই ভালো খেলেছে। আমাদের আরও ভালো করা উচিত ছিল। তবে আমাদের জন্য এটা ভালো একটি অভিজ্ঞতা ও কঠিন একটি শিক্ষা। আশা করি, ছেলেরা এই অভিজ্ঞতা থেকে লাভবান হবে।












